মুন্সিগঞ্জ, ১৬ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জেলা আইনজীবী সমিতির হল রুমে এই কর্মসূচি পালিত হয়।
জেলা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহবায়ক হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল দেওয়ানের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন।
সভায় প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব এম.আবু ফয়েজ। সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও শহর বিএনপির আহবায়ক একেএম ইরাদত মানু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সরকারি কৌশলী (ভিপি) অ্যাডভোকেট তোতা মিয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হালিম হোসেন প্রমুখ।