১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৩:৩২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্প পরিদর্শনে শিল্প উপদেষ্টা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৩১০ একর জমিতে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্প পরিদর্শন করেছেন অন্তবর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী ও চিত্রকোট এলাকায় বিসিকের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্প পরিদর্শন করেন তিনি।

এসময় প্রকল্পের ৬৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক মুহাম্মাদ হাফিজুর রহমান।

২০১৯ সালের ৩০ এপ্রিল সিরাজদিখানের তুলসীখালি ও চিত্রকোট এলাকায় ৩১০ একর জায়গায় বিসিক কেমিক্যাল শিল্প পার্ক তৈরির উদ্যোগ নেয় সরকার। ব্যয় ধরা হয় ১ হাজার ৪৫৪ কোটি টাকা।

পরিদর্শনকালে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান ও শামীমুল হক, যুগ্ম সচিব সুলতান আলম, বিসিক চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ খান, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!