১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৪:২৮
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে কুলখানিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মুক্তিযোদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে কুলখানিতে যাওয়ার পথে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে অটোরিকশা যাত্রী বীর মুক্তিযোদ্ধা মোখলেস তালুকদারের (৭২)। এসময় গুরুতর আহত হন অটো চালক।

নিহত মোখলেস সিরাজদিখানের মধ্যপাড়া এলাকার ফেজু তালুকদারের পুত্র। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে সন্তানের জনক।

আজ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে অটোতে চড়ে কুন্ডেরবাজার থেকে লৌহজং উপজেলার নওপাড়া গ্রামে মেঝ ভায়রা মো. আবুল হোসেনের কুলখানিতে অংশ নেয়ার উদ্দেশ্য রওনা হন তিনি। গত ২ দিন আগে মারা যান আবুল হোসেন।

কিছুদূর এগোতেই সিপাহীপাড়া-নিমতলা সড়কে সিপাহীপাড়াগামী বাসের সাথে নিমতলাগামী ওই অটোরিকশার সংঘর্ষ হয়। এসময় বাসের নিচে চাপা পড়ে নিহত হন ওই তিনি। পরে স্থানীয়রা মরদেহ নিয়ে আসেন হাসপাতালে।

টংগিবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

error: দুঃখিত!