১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৯:৪৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে কিন্ডারগার্টেন থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ নভেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভার মাঠপাড়া এলাকা থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল ৭টা’র দিকে মাঠপাড়া এলাকার ব্রিলিয়ান্ট ক্যাডেট কেজি স্কুলের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিলিয়ান্ট ক্যাডেট কেজি স্কুল এন্ড কিন্ডার গার্টেন এর তত্ত্বাবধায়ক মুন্সিগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকার মৃত নুর হোসেনের স্ত্রী আয়েশা বেগম (৬০), স্কুলের নামাজ রুমের দরজার সাথে প্লাস্টিকের রশি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। পারিবারিক কলহ এবং কিস্তির ঋণ পরিশোধ নিয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. তারিকুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

error: দুঃখিত!