মুন্সিগঞ্জ, ২৩ নভেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে জেলাভিত্তিক কারাতে প্রশিক্ষন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে জেলা ইন্ডোর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়।
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ও দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী এই কারাতে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, বাংলাদেশ কেরাতে ফেডারেশনের সহ সভাপতি ও সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক কুমার রায়, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, বাংলাদেশ কেরাতে ফেডারেশনের সহ সভাপতি ইকবাল হোসেন, বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ও চিত্রনায়ক আলেক জেন্ডার বো, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন সহ জেলা ক্রীড়া সংস্থা ও কেরাত ফেডারেশনের সদস্যবৃন্দ।