১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৪:০৭
মুন্সিগঞ্জে করোনা টেষ্ট ল্যাব বসানোর দাবিতে অনশন, কঠোর আন্দোলনের হুশিয়ারি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ জুন, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে করোনা টেষ্ট ল্যাব স্থাপন ও করোনা রোগীসহ নাগরিকদের সু-চিকিৎসা নিশ্চিতের দাবী আদায় না হলে আরও কঠোর কর্মসূচীর ডাক দেওয়া হবে হুশিয়ারি দিয়েছেন আন্দোলকারীরা।

সোমবার (২২ জুন) মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্বঘোষিত দুই দিনের কর্মসূচীর শেষ দিনে প্রতিকী অনশন পালন শেষে এই হুশিয়ারি দেন আন্দোলনরতরা।

অনশনে প্রতিকী কফিন সামনে রেখে বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ অংশগ্রহন করে।

সমাপনি দিনের কর্মসূচিতে মুন্সীগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদের আহবায়ক এডভোকেট সুজন হায়দার জনির সভাপতিত্বে একাত্মতা ঘোষনা করে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাসিমা আক্তার, বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট গোলাম মাওলা তপন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি এডভোকেট এস,আর রহমান মিলন, মনিরুজ্জামান শরিফ, উদীচী মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হামিদা খাতুন, নাট্যকার,নির্দেশক শিশির রহমান, জাহাঙ্গীর আলম ঢালী, আনমনা প্রাংগনের সভাপতি সাংবাদিক মোজাম্মেল হোসেন সজল, ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন ফরিদ, বর্তমান সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, মানিককপুর যুব সমাজের সভাপতি সোহেল রানা রানু, আয়োজক সংগঠনের সদস্য সচিব আবু সাত্তার মুন্সী ও সদস্য আহসান হাবিব চঞ্চল প্রমুখ।

এর আগে রবিবার সকালে একই দাবীতে ঘন্টাব্যাপী মানবপ্রাচীর কর্মসূচী পালন করা হয়।