১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | বিকাল ৩:২৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে করোনাভাইরাসে সর্বশেষ আক্রান্ত কত?
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ আগস্ট, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে করোনাভাইরাসে সর্বশেষ আক্রান্ত রোগীর সংখ্যা ৩০৬০ জন। এর মধ্যে বেশিরভাগ রোগীই এখন সুস্থ।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ শনিবার (২৩ আগস্ট) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ১৩ জন, টংগিবাড়ী উপজেলার ১ জন, সিরাজদিখান উপজেলার ৬ জন, শ্রীনগর উপজেলার ৩ জন ও গজারিয়া উপজেলার ১ জন।

মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- শনিবার, ২৩ আগস্ট, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর১৩৪৮৩১১০৭০
গজারিয়া৩১৪২৯০
টংগিবাড়ী২৬৬২৩২
লৌহজং৩৭৫৩৩৬
সিরাজদিখান৪৯৩৪৩৬
শ্রীনগর২৬৪২৪৩
 সর্বমোট- ৩০৬০সর্বমোট- ৬৩সর্বমোট- ২৬০৭
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (২৩ আগস্ট) ১৪১৪৩ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১৩৯৬১ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৩০৬০, মৃত ৬৩, সুস্থ ২৬০৭ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ১৮২ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

error: দুঃখিত!