মুন্সিগঞ্জ, ২৩ আগস্ট, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে করোনাভাইরাসে সর্বশেষ আক্রান্ত রোগীর সংখ্যা ৩০৬০ জন। এর মধ্যে বেশিরভাগ রোগীই এখন সুস্থ।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ শনিবার (২৩ আগস্ট) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ১৩ জন, টংগিবাড়ী উপজেলার ১ জন, সিরাজদিখান উপজেলার ৬ জন, শ্রীনগর উপজেলার ৩ জন ও গজারিয়া উপজেলার ১ জন।
মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- শনিবার, ২৩ আগস্ট, ২০২০ইং
উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
মুন্সিগঞ্জ সদর | ১৩৪৮ | ৩১ | ১০৭০ |
গজারিয়া | ৩১৪ | ৩ | ২৯০ |
টংগিবাড়ী | ২৬৬ | ৯ | ২৩২ |
লৌহজং | ৩৭৫ | ৭ | ৩৩৬ |
সিরাজদিখান | ৪৯৩ | ৯ | ৪৩৬ |
শ্রীনগর | ২৬৪ | ৪ | ২৪৩ |
সর্বমোট- ৩০৬০ | সর্বমোট- ৬৩ | সর্বমোট- ২৬০৭ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (২৩ আগস্ট) ১৪১৪৩ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১৩৯৬১ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৩০৬০, মৃত ৬৩, সুস্থ ২৬০৭ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ১৮২ জনের।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।