১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১০:৫৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে কথা কাটাকাটির জেরে হামলা, আহত ৩
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ অক্টোবর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে হামলায় দুইজন আহত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) রাতে সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানহাটা এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, পানহাটা এলাকার শাহাবুদ্দিন শেখ ও তার ছেলে শিবলু (১৯), পানহাটা এলাকার আনোয়ার শেখ এর ছেলে শাহাদাত হোসেন সিমান্ত (২২)।

শাহাবুদ্দিন শেখ জানান, গত শনিবার (২৪ অক্টোবর) আব্দুল্লাপুর মন্ডলবাড়ী পুজামন্ডপে কথা কাটাকাটির জেরে মূল ঘটনার সূত্রপাত শুরু হয়।

হামলার শীকার শিবলুর পিতা শাহাবুদ্দিন শেখ জানান, শনিবার রাতে হামলাকারীরা দ্বিতীয় দফায় পানহাটার বাড়িতে ৩০-৩৫ লোক জন লোক নিয়ে হামলা করে। তারা এসময় বিভিন্ন হুমকি-ধমকি দেয়।

এরপর বিষয়টি নিয়ে রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপোষ-মিমাংসার চেষ্টা করেন। তিনি তার লোক পাঠান। তার সাথে মোটরসাইকেলে চেয়ারম্যানের বাসায় যাওয়ার সময় তার বাড়ির সামনেই পূর্ব থেকে উৎ পেতে থাকা ঐ এলাকার আবু খায়ের এর ছেলে আশিক (২২), সালাম হাওলাদার এর ছেলে মিরাজ (২৩) রড-হকিষ্টিক ও দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান জানান, এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

error: দুঃখিত!