১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ২:৫৪
মুন্সিগঞ্জে ৫ শতাধিক মানুষকে শীতবস্ত্র দিয়েছে ‘এসএসসি-৯৫’ ব্যাচ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে বসবাস করা অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মুন্সিগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি-৯৫’ ব্যাচের শিক্ষার্থীরা।

আজ বুধবার বেলা ১১ টার দিকে মুন্সিগঞ্জ শহরের বাগমামুদালি পাড়া এলাকার দর্পণা হলে ৫ শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

১৯৯৫ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে এ কম্বল বিতরণ করেন।

‘এসএসসি-৯৫’ ব্যাচ শিক্ষার্থী এস এম শামীমের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আইনজীবি মো. হালিম হোসেন।

error: দুঃখিত!