১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ৮:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সুস্থ আছেন সকলেই
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন মাহিয়া বেগম নামে এক গৃহবধূ। এর মধ্যে দুইজন মেয়ে ও একজন ছেলে সন্তান। বর্তমানে তারা সকলেই সুস্থ আছেন।

গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোর রাত ৩টার দিকে টংগিবাড়ী বাজারে অবস্থিত ইউনাইটেড ক্লিনিকে তিন সন্তানের জন্ম দেন তিনি। মাহিয়া বেগম উপজেলার ফজুশা গ্রামের পাপ্পু মাঝির স্ত্রী।

ইউনাইটেড ক্লিনিক হাসপাতালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ সার্জন আমেনা খাতুন তানিয়া সিজারের মাধ্যমে ওই তিন সন্তানের প্রসব করান।

এ ব্যাপারে হাসপাতালের সার্জন আমেনা খাতুন তানিয়া বলেন, ওই নারীর গর্ভে তিনটি সন্তান রয়েছে—এটা আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে আগেই নিশ্চিত হয়েছিলাম। সন্তান গর্ভে থাকা অবস্থায় আমরা তাকে নিয়মিত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছিলাম। পরে ওই নারী একসঙ্গে তিনটি সন্তান প্রসব করেন। যার মধ্যে দুটি কন্যা এবং একটি পুত্রসন্তান। তিন সন্তানই জন্মের সময় দুই কেজি করে ওজনের হয়েছে। ‌বর্তমানে তাদের হাসপাতালে রেখে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।

ইউনাইটেড ক্লিনিকের পরিচালক সাইফুল ইসলাম শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বলেন, এক নারী একসঙ্গে তিনটি সন্তান জন্ম দিয়েছেন। তিন নবজাতক এবং ওই নারী এখন সুস্থ আছেন। তাদের বিশেষজ্ঞ শিশু চিকিৎসক দেখানো হয়েছে, কোনোরকম স্যালাইন দেওয়া ছাড়াই তারা সুস্থ আছেন।

error: দুঃখিত!