২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ২:৪৫
মুন্সিগঞ্জে ঋণের চাপে শিশুর আত্নহত্যা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ ফেব্রুয়ারি, ২০২০, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে এনজিওর ঋণের টাকার বোঝার ভার বইতে না পেরে আত্মহত্যা করলো শিশু ফয়সাল (১৪)।

এমন একটি ঘটনা ঘটেছে বুধবার সকাল ১১টায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর কলেজ রোড় এলাকায়।

মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার কলেজ রোডের মোজাম্মেলের বাড়ির ভাড়াটিয়ার ছেলে ফয়সাল (১৪) ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ফয়সাল (১৪) পোড়াচক এলাকার আলী আকবরের ছেলে।

বুধবার সকাল ১১টার সময় মায়ের কাছ থেকে ৫০ টাকা চেয়ে নেয় ফয়সাল। পরবর্তীতে মা যখন ঘর থেকে বের হয়ে অন্য ঘরে চলে যায় সেই সুযোগে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে।

নিহত ফয়সালের মা অন্য ঘর থেকে পান খেয়ে ঘরে এসে দরজা বন্ধ দেখতে পায়। দরজা ভেঙ্গে দেখে ছোট ছেলে ঘরের আড়ার সাথে ঝুলে রয়েছে।

স্থানীয় লোকজনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা জানান, ফয়সালের জন্মের পরপরই তার বাবা দ্বিতীয় বিবাহ করলে ফয়সালের মা দুই ছেলে এক মেয়ে নিয়ে ১৪বছর পূর্বে চলে আসেন কলেজ রোড় এলাকার ভাড়া বাসায়।

বড় ছেলে রাসেল (১৬) ঢালাই কাজের শ্রমিক। মেয়ে আসমা (১২) জেএমআইয়ে কাজ করে, মা ফিদা পাম্পে কাজ করে। ফয়সাল অটো রিক্সা চালাতো।

ফয়সালের পরিবার পপি সমিতির কাছে ৫০ হাজার টাকা ঋণ, ব্রাকে ১ লাখ ঋণ, বুরো টাঙ্গাইল ৫০ হাজার, আশা এনজিওতে ৩০ হাজার টাকাসহ সর্বমোট ২লাখ ৩০ হাজার টাকা ঋণ।

প্রতি মাসে ২৫ হাজার টাকা ঋণের কিস্তি পরিশোধ করে আসছিলেন পরিবারের ৪সদস্য মিলে। গত মাসে ১১ কিস্তি থেকে ৭কিস্তি পরিশোধ করার পর বাকী ৪ কিস্তি ঋণ পরিশোধ করতে পারেনি।

এর আগে কিস্তির টাকা তুলে এ পর্যন্ত ৩ টা ব্যাটারি চালিত অটো রিক্সা ক্রয় করে। স্থানীয় হাইওয়ে পুলিশ দুটি গাড়ি আটক করে ব্যাটারী বিক্রি করে দেয়। পরবর্তীতে আরো একটি গাড়ি ক্রয় করে ৯০ হাজার টাকায়। সেই গাড়িটিও পুলিশের হেফাজতে রয়েছে।

error: দুঃখিত!