১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৩:৩৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে আইনশৃঙ্খলা সভা থেকে বাধ্য হয়ে বের হয়ে গেলেন ইউপি চেয়ারম্যানরা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নিয়ে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন আওয়ামী শাসনামলে নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা।

মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদ সভাকক্ষে এ ঘটনা ঘটে।

সভায় উপস্থিত সূত্র জানায়, সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার ৭ ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে মাসিক আইনশৃঙ্খলা সভা শুরু হয়। সেখানে অংশ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পরে তারা আওয়ামী লীগ আমলের স্থানীয় নির্বাচনকে অবৈধ দাবি করে ওই ৭ ইউপি চেয়ারম্যানের সাথে তর্কে জড়ান। খবর পেয়ে পরিষদ চত্বরের মাঠে নানারকম স্লোগান দিতে থাকেন আরও শতাধিক বিএনপির নেতাকর্মী। একপর্যায়ে তোপের মুখে বের হয়ে যান ইউপি চেয়ারম্যানরা।

এসময় ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিুজুল ইসলামকে দেখে বাইরে থাকা বিএনপি নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে তেরে আসেন। পরে তিনি তার ব্যক্তিগত গাড়িতে উঠে দ্রুত স্থান ত্যাগ করেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, সভা চলাকালে বিএনপি নেতাকর্মীরা চেয়ারম্যানদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। এসময় বাইরে থাকা কয়েকজন হইচই শুরু করেন। পরে পুলিশ নিরাপত্তা দিয়ে ইউপি চেয়ারম্যানদের উপজেলা চত্বর থেকে বেড়িয়ে যেতে সহায়তা করে।

error: দুঃখিত!