১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৮:৫৫
মুন্সিগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি, ২০২০,সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপ‌জেলার মিরকা‌দি‌ম পৌরসভার নৈদি‌ঘিরপাথর এলাকা থে‌কে মাদক ব্যাবসায়ী তান‌জিলা আক্তার তাঞ্জু‌কে (৪১) গ্রেফতার করেছে হা‌তিমাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ।

র‌বিবার দুপু‌রে এএসআই আ‌মির হো‌সেন এর নে‌তৃ‌ত্বে তান‌জিলা‌কে তার নিজ বা‌ড়ি থে‌কে ১৬ পিস ইয়াবাসহ গ্রেফতার ক‌রা হ‌য়।

তানজিলাকে আটক করার খবরে পুলিশ তদন্ত কেন্দ্রে তার পক্ষে তদবির করতে যান মুন্সিগঞ্জ জজ কোর্টের মহুরি পরিচয়দানকারী নাহিদ নামের এক যুবক। এসময় মুহুরি নাহিদ উপস্থিত সংবাদকর্মীদের সাথে অসদাচরন করেন।

হা‌তিমাড়া তদন্ত কে‌ন্দ্রের অ‌ফিসার ইনচার্জ মোঃ রা‌জিব খান জানান, দীর্ঘদিন ধ‌রে তান‌জিলা মাদক ব্যাবসা ক‌রে আস‌ছে। তার ঘরে ইয়াবা রয়েছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। পরে তার ঘরের বিতরে ১৬ পিস ইয়াবা পাওয়া যায়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা নেয়া হয়েছে।

error: দুঃখিত!