মুন্সিগঞ্জ, ৬ আগষ্ট, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সিরাজদিখান থানা পুলিশ অভিযান চালিয়ে ৭০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
বুধবার (৫ আগষ্ট) উপজেলার পূর্ব ব্রেজেরহাটি জনৈক মানিক এর দোকানের সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ ইমরান খান এসআই সেকেন্দার আলী সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।
আসামী ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পানির মধ্যে ঝাপিয়ে পরলে এসআই ইমরান খান পানি সাতরিয়ে আসামীকে ৭০ ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার পশ্চিম ব্রেজেরহাটি গ্রামের মো: মিলন মীর এর ছেলে মো: হুমায়ুন কবির (৩০)কে গ্রেফতার করে।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো ফরিদউদ্দিন জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করি। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।