মুন্সিগঞ্জ, ১৩ অক্টোবর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর থেকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা সহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ।
সোমবার গভীর রাত সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার গোসাইবাগ এলাকা থেকে ইয়াবা সহ গোসাইবাগের বাসিন্দা জয়নাল আবেদিনের ছেলে জাবেদ (৩০), মৃত আসলাম মিয়ার ছেলে মুক্তার (৩৭),মজিবুর রহমান শেখের ছেলে মোঃ জাকির হোসেন শেখ (৩০), সেন্টু মিয়ার ছেলে রিপন (১৮), মৃত সামসুল হোসেনের ছেলে (২০) কে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও শহরের উপকন্ঠ নয়াগাও মধ্যেপাড়ার বাসিন্দা আব্দুল কাদের এর ছেলে সবুজ (২৫) কে ৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার করা হয়।
মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুন রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৫ ইয়াবা ও এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে কোর্টের মাধ্যমে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।