মুন্সিগঞ্জ, ১৬ আগষ্ট, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে র্যাবের অভিযানে মো. রেজাউল করিম ওরফে রেজা (২৯) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকাল সোয়া ৪ টায় উপজেলার উত্তর কামারগাঁও থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। রেজা মহরতলী এলাকার চাঁন মসজিদ গলির নূর হোসেনের ছেলে। সে শ্রীনগরের উত্তর কামারগাঁও এলাকার দেলোয়ার খানের বাড়ির ভাড়াটিয়া।
র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-১১’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী জেলা পুলিশ সুপার প্রণব কুমারের নেতৃত্বে সঙ্গীয় র্যাব সদস্যসহ গোপন সংবাদের ভিত্তিতে উত্তর কামারগাঁও পাকা ব্রীজের পশ্চিম পাশে দেলোয়ার খানের বাড়ির সামনে থেকে রেজাউল করিম ওরফে রেজাকে গ্রেফতার করা হয়।
এসময় তার তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। কারবারি রেজা দীর্ঘদিন যাবত এলাকায় কৌসলে মাদক কেনা বেচা করে আসছিল।
তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।