মুন্সিগঞ্জ, ১১ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে ১৮ পিছ ইয়াবাসহ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আ. হালিম খান টিপু (৩৮) ও স্বপন ওরফে রুবেলকে (৪০) আটকের তথ্য জানিয়েছে পুলিশ।
আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার এম রহমান মার্কেটের সামনে থেকে ওই দুইজনকে আটক করা হয়।
ঘটনাস্থলে থাকা শ্রীনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল আজিজ বলেন, ‘সন্ধ্যার দিকে মার্কেটের পাশে ওই দুই ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলো। এসময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালিয়ে আ. হালিম খান টিপুর কাছ থেকে ৮ পিছ ও স্বপন ওরফে রুবেলের কাছ থেকে ১০ পিছ ইয়াবা উদ্ধার করি। পরে তাদের থানায় নিয়ে আসি।’
আটককৃত টিপু উপজেলার পাটাভোগ ইউনিয়নের জুশুরগাও এলাকার হাবিবুর রহমানের ছেলে ও স্বপন ওরফে রুবেল শ্রীনগর শেখবাড়ির নুর ইসলাম মিয়ার ছেলে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিন মুন্সী জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।