১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৪:১৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া যুবদল নেতা বহিস্কার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া আব্দুল হালিম খান টিপু (৩৮) নামের এক নেতাকে বহিষ্কার করেছে যুবদল।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে টিপুকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।

আব্দুল হালিম শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ থাকায় টিপুকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্ততে উল্লেখ করা হয়।

এর আগে সোমবার (১১ নভেম্বর) উপজেলার এম রহমান কমপ্লেক্সের কাছ থেকে ১৮ পিস ইয়াবা ও স্বপন ওরফে রুবেল (৪০) নামের এক সহযোগীসহ টিপুকে গ্রেপ্তার করে পুলিশ। একইদিন তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের হয়।

error: দুঃখিত!