১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৩:১৬
মুন্সিগঞ্জে ইয়াবাসহ আটক, ৩ মাসের কারাদন্ড
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটকের পর ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় হেরোইনসহ আরও দুইজনকে আটক করা হয়।

গতকাল মঙ্গলবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাদের আটক করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা জানান, গতকাল বিকাল ৪টা’র দিকে টংগিবাড়ী উপজেলার বেতকা এলাকা থেকে মো. শাহজাহান এর ছেলে ফেরদৌস (৩৫) কে ১০পিস ইয়াবাসহ  আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. রাসেদুজ্জামান।

তিনি জানান, অপর অভিযানে একই থানাধীন পাইকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হাশেম শেখ এর ছেলে টিটন শেখ (৩৭) ও বাদল শেখ এর স্ত্রী ঝর্না বেগম (৪২) কে ৫০ পুড়িয়া হেরোইনসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে টংগীবাড়ি থানায় মামলা রুজু করা হয়েছে।

error: দুঃখিত!