২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৬:৪০
মুন্সিগঞ্জে ইতালী প্রবাসীর বাড়ির ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি, থানায় মামলা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২৩ নভেম্বর, ২০১৯, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার কান্দাপাড়া গ্রামের মৃত মানিক মোল্লার ছেলে ইতালী প্রবাসী নাসির মোল্লা গংদের বাড়িতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

এ ব্যাপারে প্রবাসী নাসির মোল্লার মা নয়নতারা বাদী হয়ে অভিযোগ দায়ের করলে শুক্রবার রাতে টংগিবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, ইতালি প্রবাসী নাসির মোল্লার মা নয়নতারা তাদের বাড়িতে একা বসবাস করতো।

গত বৃহস্পতিবার বিকালে নয়নতারা তার মুন্সিগঞ্জ শহরের এক আত্মীয় বাসায় বেড়াতে যায়। পরে শুক্রবার বাড়ি ফিরে দেখে তার বিল্ডিংয়ের দরজা ভাঙ্গা। ঘরে ঢুকে দেখতে পান তাদের স্টীল আলমারী হতে ১ লক্ষ ৫০ হাজার টাকা ৪ ভরি স্বর্ণলংকারসহ প্রায় সাড়ে ৫লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।

এ ব্যাপারে নয়নতারা বাদী হয়ে কান্দাপাড়া গ্রামের নুর ইসলাম, সহিদ মোল্লা, আ. হাই মোল্লা, নুর হোসেন নবী, মতিউর রহমান মতি, আ. জব্বার মোল্লা, সাগর মোল্লা এবং দ্বীপাড়া গ্রামের বিল্লাল সর্দার এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে প্রবাসী নাসির মোল্লা মুঠোফোনে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরিয়া উল্লেখিত ব্যাক্তিদের সাথে আদালতে আমাদের একাধিক মামলা রয়েছে। আর ওই বিরোধের জের ধরেই ওরা আমাদের বাড়িতে রাতের আধারে চুরী করেছে।

টংগিবাড়ী থানার ওসি তদন্ত গোলাম রসুল জানান, থানায় মামলা হয়েছে। আসামী গ্রেফতার এর চেষ্টা চলছে।

error: দুঃখিত!