৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:০৯
মুন্সিগঞ্জে আ.লীগ প্রার্থীদের বিরুদ্ধে দফায় দফায় সংবাদ সম্মেলন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ সদর পৌরসভা ও মিরকাদিম পৌরসভায় মেয়র পদের বিরোধী প্রার্থীরা অভিযোগ করে সোমবার কয়েক দফায় সংবাদ সম্মেলন করেছেন। বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সংবাদ সম্মেলনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের ও সন্ত্রাসী হুমকি দেয়ার অভিযোগ করেছেন।

তবে, আওয়ামী লীগের মেয়র পদের দুই প্রার্থী এসব অভিযোগ মনগড়া ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিরোধী প্রার্থীরা রিটানিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। তারা দুইটি পৌরসভার সবকটি কেন্দ্র ঝুকিপূর্ণ আখ্যায়িত করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রগুলোতে স্থায়ীভাবে ম্যাজিস্ট্রেট, র‌্যাব ও বিজিবি মোতায়েনের দাবি তুলেন।

সোমবার বিকেল ৩টায় শহরের একটি রেস্টুরেন্টে মুন্সীগঞ্জ পৌরসভার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির সহ-সম্পাদক হাজী মো. ফয়সাল বিপ্লব স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি বলেন, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি মার্কার দিকে না তাকিয়ে ব্যক্তির দিকে তাকিয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

বিকেল ৫টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মিরকাদিম পৌরসভার মেয়র প্রার্থী, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনছুর আহামেদ কালাম।

তিনি বলেন, মিরকাদিম পৌরসভায় রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়, রিকাবীবাজার ১ নং ও ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাগজীপাড়া এবং সুধারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়য়ে বাইরে থেকে বহিরাগতরা শহরে অবস্থান নিয়েছে, ভোট ডাকাতি করার জন্য।

মিরকাদিম পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী শামসুর রহমান বলেন, ভোটাররা ভোটদানে নিরাপদবোধ করছেননা। পোলিং এজেন্টদের আগে থেকেই বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে আওয়ামী লীগ প্রার্থী শাহীনের লোকজন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি, সাবেক মন্ত্রী আবদুল হাই, সাধারণ সম্পাদক আলী আসগর মল্লিক রিপন।

বর্তমান স্বতন্ত্র মেয়র ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী শহিদুল ইসলাম শাহীন তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, আমি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। তার বিপক্ষের প্রার্থীরাই নাশকতামূলক কর্মকান্ড করার চেষ্ঠা চালাচ্ছে। আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র মেয়র প্রার্থী মনছুর আহামেদ কালামের অভিযোগ সর্ম্পকে তিনি বলেন, তারা কালো টাকা ছড়াচ্ছিল। তাই জনতা ক্ষুব্ধ হয়ে ওই হামলা চালিয়েছে।

error: দুঃখিত!