মুন্সিগঞ্জ, ৩ সেপ্টেম্বর, ২০১৯, নেয়ামুল হক, (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় বিএনপির এক নেতাকে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিতে পদায়নের জেরে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে ।
হাসপাতাল সূত্রে আহতদের পরিচয় জানা গেছে।
তারা হলেন, মোঃ উজ্জ্বল ভুঁইয়া (৪৫) মোঃ ফয়সাল ভুঁইয়া (২৫) মোঃ কাউছার ভুঁইয়া (২৮) পিতা মৃত আঃ বাঁতেন সাং রসুলপুর ।
আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
প্রাথমিক চিকিৎসা দিয়ে উজ্জ্বল ভুঁইয়া কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে ।
বাকি দুই জন কে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ।
ইমামপুর ইউনিয়ন এর ২নং ওয়ার্ড আওয়ামী লীগ এর কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান দেওয়ান, সাধারণ সম্পাদক ও গজারিয়া উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম , মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম (বীর প্রতীক) এবং বিভিন্ন ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ ।
স্থানীয় সূত্রে জানা যায়, এই ওয়ার্ড কমিটির পদ পেতে সভাপতি পদে খোকন জমাদ্দার, মোয়াজ্জেম পাল, হবু বেপারী ফরম পূরণ করে জমা দিয়েছিলেন। কিন্তু তাদের বাদ দিয়ে ইমামপুর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি উজ্জ্বল ভুঁইয়া’র নাম ঘোষনা করতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান ঘটনাস্থলে পুলিশকে পাঠানো হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যথাযথ আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে ।