৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১:০৮
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে থাকা দুঃস্থ অসহায় মানুষের ১৬ ঘর ভাঙচুর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের পঞ্চসারে দুঃস্থ-অসহায় মানুষের আশ্রয়ণ প্রকল্পের ১৩টি ঘরবাড়ি ভাঙচুর করে বাসিন্দাদের বের করে দেওয়া হয়েছে। এসময় হামলাকারীরা ঘরগুলোর দরজা -জানালা খুলে লুট করে নিয়ে যায়। বর্তমানে অসহায় মানুষগুলো বাইরে দিন কাটাচ্ছেন।

বুধবার দিবাগত রাতে পঞ্চসার ইউনিয়নের রামেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, জিয়সতলা এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ১৬টি ঘরে দুঃস্থ অসহায় মানুষ গেল এক বছর ধরে বসবাস করে আসছিলেন। গত মঙ্গলবার শেখ হাসিনা সরকারের পতন হলে বিকালে তাদের সে জায়গা ছেড়ে অন্যত্র চলে যেতে হুমকি প্রদান করেন স্থানীয় কিছু মানুষ। হুমকিতে ঘরগুলো ছেড়ে ওইদিন চলে যায় তারা।

পরে বুধবার দিবাগত রাতে ভাঙচুর করে লুটে নেওয়া হয় দরজা ও জানালা। এতে অসহায় পরিবারগুলোকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। যে যেভাবে পেড়েছেন অন্যত্র আশ্রয় নিয়ে থাকতে হচ্ছে তাদের।

ভুক্তভোগীদের দাবি, আশ্রয়ণ প্রকল্পের জমি হলেও ওই জমি নিজেদের দাবি করে আসছিলো স্থানীয় কিছু মানুষ। এরাই হামলার সাথে জড়িত।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন জানান, বিষয়টি ইতিমধ্যে অবগত হয়েছি। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। জমিসহ ওই ঘরগুলো দুঃস্থ মানুষের নামেই দলিল করা।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!