মুন্সিগঞ্জ, ১৩ সেপ্টেম্বর, ২০১৯, সিরাজদিখান প্রতিনিধি, (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে চারটি চোরাই মোটর সাইকেলসহ চারজনকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার লতব্দী ইউনিয়নের দোসপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা দোসরপাড়া গ্রামের সজল উদ্দিনের ছেলে রিয়াদ (১৯), মাঈন উদ্দিনের ছেলে কবির হোসেন (২৬), আঃ হাসেম মাদবরের ছেলে করিম মাদবর (৪৫), নুর মোহাম্মদের ছেলে আলী হোসেন (১৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আজিজুল হক হাওলাদার এবং তার সঙ্গীয় অফিসার ফোর্সসহ মোটর সাইকেল চুরির একটি মামলার তদন্ত করার জন্য দোসরপাড়া গ্রামে যায়। পরে ওই গ্রাম থেকে ৪টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয় এবং মোট সাইকেল চোর সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য গত দুই সপ্তাহ আগে চারটি মোটর সাইকেলসহ ২ চোরকে গ্রেফতার করে মামলা দায়ের করা হয়। এ নিয়ে মোট ৮টি মোটর সাইকেল জব্দ এবং ৬জনকে গ্রেফতার করা হলো।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন জানান, পূর্বের একটি মোটর সাইকেল চুরির মামলার তদন্ত করতে গিয়ে দোসরপাড়া গ্রাম থেকে ৪টি মোটর সাইকেল ও ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে জেল হাজতে প্রেরনের প্রস্তুতি চলছে।