১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১০:৩৯
মুন্সিগঞ্জে আনমনা প্রাঙ্গণের আত্মপ্রকাশ: সভাপতি সজল, সম্পাদক ডালিম
খবরটি শেয়ার করুন:
10

মুন্সিগঞ্জ, ১৮ মার্চ, ২০২০, জাফর মিয়া (আমার বিক্রমপুর)

একঝাঁক তরুণের সমন্বয়ে মুন্সিগঞ্জের কবি, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক আনোয়ার হোসেন আনুর নামের সাথে মিল রেখে ‘আনমনা প্রাঙ্গণ’-নামে একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

বুধবার বিকেলে মুন্সিগঞ্জ সংগীত একাডেমিতে এক নির্বাচনী সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।

১৫ সদস্যের কার্যনিবার্হী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোজাম্মেল হোসেন সজল ও সাধারণ সম্পাদক হয়েছেন চিত্র নির্মাতা ডালিম রহমান।

সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জুনায়েদ (শিক্ষক), যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান আহমেদ (আলোকচিত্রি), সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সালেহ মোহাম্মদ ফয়সাল (নাট্যশিল্পী), অর্থ বিষয়ক সম্পাদক এহসানুল আলম জনি (ব্যবসায়ী), প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈকত হাসান (পবর্তারোহী), দপ্তর সম্পাদক মো. আনিসুর রহমান (শিক্ষক) ও মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন জোহরা আক্তার ঝর্না (সাংবাদিক)। এ

ছাড়া ৬ সদস্যের নির্বাহী সদস্যরা হলেন, প্রভাষক কাজী মহম্মদ আশরাফ, আর্টিষ্ট তাহের মাহমুদ, চিত্রশিল্পী ম.শফিক, সাংবাদিক মঈনউদ্দিন সুমন, নাট্যশিল্পী সাব্বির হোসাইন জাকির এবং প্রয়াত আনমনা আনোয়ার আনুর এছেলে শিক্ষার্থী আরিক আনজুম আলিফ।

আহবায়ক কমিটির নির্বাচনী সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটির আত্মপ্রকাশ ঘটে।

আনমনা প্রাঙ্গণের সদস্য সচিব রায়হান আহমেদ-এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মো. জুনায়েদ। এছাড়া একটি উপদেষ্ঠা পরিষদও গঠন করা হয়েছে।