মুন্সিগঞ্জ, ১৪ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অস্ত্রের মুখে চোখ বেঁধে এজেন্ট ব্যাংক কর্মচারীর কাছ থেকে প্রায় ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী এজেন্ট ব্যাংক কর্মচারী আফজাল শেখ (৬৮) অভিযোগ করে জানান, মঙ্গলবার দুপুরে ইসলামী ব্যাংকের নিমতলা শাখা থেকে ১৫ লাখ ৭০ হাজার টাকা তুলে প্রথমে বাসে করে ও পরে অটোরিকশায় করে একই ব্যাংকের ভবানীপুর এজেন্ট শাখায় ফিরছিলেন তিনি।
ভুক্তভোগীর ভাষ্য, পথে ইছাপুরা ইউনিয়নের কাঠালতলী নামক এলাকায় সাড়ে ১২টার দিকে একটি সাদা মাইক্রোবাস ওই অটোরিকশার গতিরোধ করে। পরে গাড়ি থেকে নেমে আসা ৩-৪ জন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অস্ত্রের মুখে মাইক্রোবাসে তোলে। এসময় তিনি এরুপ আচরণের প্রতিবাদ করলে দুবৃত্তরা আফজাল শেখের চোখ বেঁধে হ্যান্ডকাফ পরিয়ে ফেলে এবং সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।
ব্যাংক কর্মচারী আফজাল শেখ বলেন, ‘লোকগুলো আমাকে একপর্যায়ে হ্যান্ডকাফ খুলে চোখ বাঁধা অবস্থায়ই সড়কের উপর ফেলে দেয়। চোখ খুলে আমি জায়গাটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণগঞ্জ কেরানীগঞ্জের রুহিতপুর এলাকা চিহ্নিত করে। সেখান থেকে পরে নিজেই গাড়িতে করে বাড়ি ফিরে আসি।’
ভবানীপুর এজেন্ট শাখার পরিচালক কামাল শেখ জানান, শাখাটিতে দারোয়ান হিসেবে কর্মরত আফজাল শেখকে মঙ্গলবার টাকা তুলতে পাঠান তিনি। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
ঘটনায় জড়িতদের চিহ্নিতের পাশাপাশি গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান সিরাজদিখান সার্কেলের সহকারি পুলিশ সুপার আ.ন.ম ইমরান।