মুন্সিগঞ্জ, ২ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি বিদেশী রিভলভার, দুই রাউন্ড গুলি, একটি রামদা ও চাইনিজ কুড়ালসহ স্থানীয় বিকাশ বাহিনীর প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বাঘড়া এলাকার বাসুদেব মন্দিরের পাশ থেকে খালেদ হাসান ওরফে বিকাশকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।
বিকাশ মধ্য বাঘড়া এলাকার কাশেম মোড়লের পুত্র। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।
অস্ত্র উদ্ধারের ঘটনায় বিকাশের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির পৃথক দুই মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।