২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১২:৫৯
মুন্সিগঞ্জে অস্র সহ যুবলীগ নেতা অাটক, গুলিবিদ্ধ অাওয়ামীলীগের কর্মী
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ সদরের মানিকপুর এলাকায় জমি বিক্রির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে সংঘর্ষে শহর যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম এলানের ছোড়া গুলিতে আওয়ামী লীগ কর্মী বছির আহত হয়েছে।

অাজ ২৪ফেব্রুয়ারী বুধবার সকালে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, বুধবার সকালে একই সিন্ডিকেটের লোকজনের সঙ্গে টাকার ভাগ নিয়ে কথা কাটাকাটি হলে নেশাগ্রস্ত সাইফুল ইসলাম এলান এলোপাতাড়ি গুলি ছুড়লে বছিরের পায়ে গুলি লাগে।

পরে ঐ স্থানে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি বিদেশি পিস্তলসহ শহর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম এলানকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

error: দুঃখিত!