মুন্সিগঞ্জ, ৭ জুন, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে দেশী তৈরি কাটা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ সহ ১ জনকে আটকের তথ্য জানিয়েছে র্যাব। র্যাবের দাবি, আটক ব্যক্তি অস্ত্র ব্যবসায়ী।
গতকাল রোববার (৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার আলামিন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিসি ১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু ছালেহর নেতৃত্বে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বাঘড়ার রৌদ্রপাড়া গ্রামের আনিস মাঝির ছেলে রুবেল মাঝি (৩০) কে আলামিন বাজার থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দেশি তৈরি কাটা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
র্যাবের দাবি, রুবেল মাঝি শ্রীনগর থানা সহ মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অস্ত্র ব্যবসা চালিয়ে আসছিলো। সে এলাকায় অস্ত্র ব্যবসার সক্রিয় সদস্য।