মুন্সিগঞ্জ, ১৩ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় অবৈধ চূনা-মার্বেল ও ঢালাই কারখানায় অভিযান পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার উপজেলার জামালদী, বালুয়াকান্দি ও বাউশিয়া ইউনিয়নে ওই অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার।
এসময় ২টি কারখানা থেকে ২ জনকে গ্রেপ্তারের পর দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয় ও আগামীকালের মধ্যে ফ্যাক্টরিগুলো সরানোর নির্দেশ প্রদান করা হয় ।
ইউএনও জানান, অন্য ২টি কারখানার সবাই খবর পেয়ে পালিয়ে গেলেও একটি কারখানা, যাকে পূর্বে অর্থদণ্ড প্রদান করে অবৈধ কারখানা বন্ধে মুচলেকা দেয়া সত্ত্বেও কার্যক্রম অব্যাহত রেখেছিলো, সে কারখানার চুল্লী এক্সক্যাভেটরের সাহায্যে ভেঙে দেয়া হয়েছে।
অভিযানে সেনাবাহিনী, গজারিয়া ক্যাম্প ও গজারিয়া থানা পুলিশ সহায়তা করে।