১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৪:২৫
মুন্সিগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূ ধর্ষণের ঘটনায় মামলা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার হাসাইল-বানারী ইউনিয়নে অন্তঃসত্ত্বা গৃহবধূকে (৩০) ধর্ষণের পর ধামাচাপা দেয়ার ঘটনায় অবশেষে টঙ্গীবাড়ি থানায় মামলা হয়েছে।

রবিবার রাতে ভিকটিম বাদী হয়ে ধর্ষক দিদার মোল্লাকে আসামি করে এ মামলা দায়ের করেন।

ধর্ষণের শিকার হওয়ার পর ওই গৃহবধূ এলাকার কতিপয় গ্রাম মাদবরের ভয়ে থানায় অভিযোগ দায়ের করতে পারছিলো না। পরে এ নিয়ে সংবাদ প্রকাশ হলে টঙ্গীবাড়ি থানা পুলিশ রবিবার বিকেলে ভিকটিম ও তার স্বামীকে থানায় নিয়ে আসে। পরে তাদের জমানবন্দী শুনে ভিকটিমকে মামলা দায়েরে সহয়তা করে।

এর আগে শুক্রবার রাত ১১টার দিকে হাসেম মোল্লার ছেলে দিদার মোল্লা (৩৯) ভিকটিমের স্বামী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে ঘরে ঢুকে ভুক্তভোগীকে ধর্ষণ করে।

পরে স্থানীয় ইউপি সদস্য আফজাল মেল্লা ও যুবলীগ সভাপতি তাজুল মুন্সীর নেতৃত্বে প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপার চেষ্টা চালাচ্ছে বলে তারা জানায়।

টংগিবাড়ী থানার ওসি (তদন্ত) গোলাম রসূল জানান, ওই ঘটনায় ভিকটিম বাদী হয়ে টংগিবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।

error: দুঃখিত!