২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৯:৪৪
মুন্সিগঞ্জে অত্যাচারের অভিযোগে ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে বাবার মামলা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ভরণ পোষণ না দিয়ে অত্যাচারের অভিযোগ এনে ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক বাবা।

গেল রোববার দুপুরে মুন্সিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং আমলী আদালতে পিতা-মাতার ভরণ-পোষন আইন, ২০১৩ এর ৫ এর ১ ও ২ ধারায় অভিযোগ এনে মামলাটি করেন শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের সিংপাড়া এলাকার দিদার হোসেন (৬০)। সিআর মামলা নং ১৩২/২৫।

মামলার আসামিরা হলেন- বাদীর ছেলে আমিনুল ইসলাম (৩৫) ও ছেলের বউ রাশেদা বেগম (৩০)।

এজাহারে বলা হয়- ছেলে আমিনুল ইসলাম ও তার স্ত্রী রাশেদা বেগম অত্যাচারী, লোভী এবং পিতা-মাতার অবাধ্য সন্তান। এমনকি অভিযুক্তরা প্রায় তাদের উপর শারীরিক নির্যাতন করেন। বাদীর স্ত্রী অর্থাৎ প্রধান আসামি আমিনুলের মা খাদিজা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাকেও কোন প্রকার ভরণ পোষণ ও চিকিৎসা বাবদ খরচ প্রদান না করে উল্টো মারধর করে এবং বাড়ির জায়গা লিখে দিতে বলেন আসামি।

মামলায় বাদী আরও দাবি করেন, তার নিজ সম্পত্তিতে থাকা একটি ঘর সম্প্রতি মেরামত করতে গেলে ছেলে আমিনুল ইসলাম মেরামত করতে আনা ঘরের কাঠ ও সিমেন্টের খুঁটি ফেলে দেয় এবং কাঠের বেড়া করাত দিয়ে কেটে ফেলে। এতে তার আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া ছেলের বউ রাশেদা বেগম শ্বাশুড়ীর চুলের মুঠি ধরে টানা হেচড়া করে এবং চর থাপ্পর, কিল, ঘুষি মেরে আহত করে।

এ বিষয়ে শ্রীনগর থানায় মামলা করতে গেলেও থানা পুলিশ বিষয়টি আমলে নেয়নি বলে মামলায় অভিযোগ করেন বাদী।

error: দুঃখিত!