মুন্সিগঞ্জ, ২ জানুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সঞ্জিত দত্ত (৫০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার রাত সাড়ে ৮টা’র দিকে উপজেলার ইছাপুরা-মালখানগর সড়কের পূর্ব কাকালদী নামক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে মালখানগর ইউনিয়নের মালখানগর গ্রামের মৃত সুভাশ দত্তের ছেলে।
সিরাজদিখান থানার ওসি মিজানুল হক জানান, নিহত ব্যক্তি দীর্ঘ ১০ বছর যাবৎ পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল। সে মাঝেমধ্যে অটোরিকশা চালাতো। সোমবার রাতে এলাকাবাসী সড়কের পাশে লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি বলেন, তবে এটি সড়ক দুর্ঘটনা নাকি কোন পরিকল্পিত হত্যা এ বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। নিহত ব্যক্তি অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন কি না প্রাথমিকভাবে তাও জানা যায়নি।
লাশের শরীরে আঘাতের কোন চিন্থ ছিলো না বলে জানান ওসি।