মুন্সিগঞ্জ, ১৭ মার্চ, ২০২২, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার কামারখাড়া বাজারে অগ্নিকাণ্ডে মুদি দোকান, খাবারের হোটেল, হার্ডওয়্যারের দোকানসহ ৮ টি দোকানঘর ভস্মীভূত হয়ে গেছে।
এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।
গতকাল বুধবার (১৬ মার্চ) রাত ১২ টা’র দিকে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাত দেড়টার পর এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
টংগিবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, রাত ১২ টা ৪৬ মিনিটের দিকে আমরা খবর পাই। রাত দেড়টার কিছু পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনে ৮টি দোকান পুরে গেছে। ধারণা করা হচ্ছে, আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হোটেলের চুলা বা শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।