মুন্সিগঞ্জ, ৫ অক্টোবর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জ। কিন্তু ঢাকা থেকে অন্যসব দিক থেকে পিছিয়ে থাকলেও যানজটে পিছিয়ে নেই মুন্সিগঞ্জ।
ঢাকা শহরে অতিরিক্ত প্রাইভেটকারের জন্য সর্বদা যানজট লেগেই থাকে আর মুন্সিগঞ্জে অটোরিক্সার জন্য লেগে থাকছে যানজট।
বর্তমানে মুন্সিগঞ্জকে অটোরিক্সার শহর বললে কোনো দিকে থেকে কম হবে বলে মনে হয়না।
মুন্সিগঞ্জ সদর উপজেলার প্রাণকেন্দ্র সিপাহীপাড়া এলাকায় সকাল থেকে সন্ধ্যার অবস্থা যেন হার মানায় ঢাকার গুলিস্তানের যানজটকেও।
গাড়ির অবৈধ স্ট্যান্ড, যত্রতত্র যাত্রী উঠানামার কারণে মূলত এখানকার যানজটে ভোগান্তি চরমে পৌছেছে। স্থানীয় নেতাদের প্রশ্রয়ে অবৈধ সিএনজি স্ট্যান্ডের কারনেও লেগে থাকে যানজট।
চালকের অদক্ষতার কারণে কখন ডানে, কখন বামে মোড় নিতে হবে তা জানে না এসব অটো-মিশুক চালকরা। কখনো দেখা যায় ডানে বা বামে মোড় নিতে গিয়ে অন্য গাড়ির সাথে লাগিয়ে দেয় এবং নিজেদের দোষগুলোকে না দেখে রাস্তার মধ্যখানে গাড়ি থামিয়ে দু’জনে ঝগড়া করে, আর ভোগান্তিতে পরে সাধারণ মানুষ।