১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৫:৩৪
মুন্সিগঞ্জের লঞ্চ ডুবি; উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা, ২৭ জনের মরদেহ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ এপ্রিল, ২০২১, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে অতিরিক্ত যাত্রী নিয়ে ছেড়ে আসা এম এল সাবিত আল হাসান নামের ডুবে যাওয়া লঞ্চটি বেলা ১২ টা’র দিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। লঞ্চের ভেতর থেকে এখন পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে গতকাল রাতে আরও ৫ নারীর লাশ পাওয়া যায়। এ নিয়ে এ ঘটনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৭।

গতকাল রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের দিকে এসকে-৩ নামে বড় আকৃতির একটি কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটে। ল

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ দুপুর ২ টা’র দিকে গণমাধ্যমকর্মীদের জানান, উদ্ধার কাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে আর কেউ নিখোঁজ আছে কি না সেটি দেখতে র‌্যাবের হেলিকপ্টার টিম তলব করা হয়েছে।

তিনি জানান, আজকে লঞ্চ উদ্ধারের পর ২২ জন ও গতকাল ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সর্বমোট ২৭ টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০ টি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রত্যেক পরিবারকে প্রাথমিক অবস্থায় দাফন-কাফনের জন্য ২৫ হাজার টাকা করে সহায়তা দেয়া হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন, মুন্সিগঞ্জ সদরের মালপাড়া এলাকার হারাধন সাহার স্ত্রী সুনিতা সাহা (৪০), উত্তর চরমসুরা এলাকার অলিউল্লাহর স্ত্রী সখিনা বেগম (৪৫), একই এলাকার প্রীতিময় শর্মার স্ত্রী প্রতিমা শর্মা (৫৩), সদরের নয়াগাঁও পূর্বপাড়া এলাকার মিথুন মিয়ার স্ত্রী সাউদা আক্তার লতা (১৮) ও অজ্ঞাত নারী (৩৪)। বাকিদের নাম-পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক বলেন, যাত্রীবাহী লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে যাত্রীবাহী লঞ্চটি মদনগঞ্জ এলাকায় নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুর কাছাকাছি এসকে-৩ নামের একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায়। এ ঘটনায় অনেকে সাঁতরে তীরে উঠে যান।

লঞ্চডুবির ঘটনায় জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরীকে আহবায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটিতে বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের প্রতিনিধি এবং সদরের ইউএনওকে রাখা হয়েছে।

error: দুঃখিত!