১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:৩৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ এপ্রিল, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে নদীতে ডুবে জাকারিয়া ইসলাম শাহাদাত (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৫ এপ্রিল) দুপুর ১১টার দিকে উপজেলার কাইচাইল গ্রাম সংলগ্ন তালতলা-ডহরী খালে এ দূর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত একই উপজেলার আব্দুল্লাপুর গ্রামের দক্ষিণ আফ্রিকা প্রবাসী মোঃ স্বপন মিয়ার ছেলে। মা সেফালি বেগমের সাথে শাহাদাত কাইচাইল এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলো।

নিহতের নানা মনির হোসেন জানান, সকালে নিহত শাহাদাত ও তার খালাতো ভাই অপর শিশু সাদনাম সাফির (৭) বাড়ির অদূরের তালতলা-ডহুরী নদীতে গোসল করতে যায়। এসময় স্রোতে দুই শিশু ভেসে যেতে থাকলে নদীর পারে থাকে স্বজনরা প্রথমে সাফিরকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে শাহাদাত পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয়। পরে নদীতে স্বজনরা একঘন্টা খোজাখোজির পর তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের ডা. ফাতিমা জানান, শিশুটিকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। পানিতে নিশ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

error: দুঃখিত!