মুন্সিগঞ্জ ১২নভেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সদর উপজেলার রামপাল ইউনিয়নের দালালপাড়া এলাকার মো: নুরুজ্জামান মিলনের একমাত্র মেয়ে অসুস্থ মিম (৪) কে বাঁচাতে এগিয়ে আসার আহবান জানিয়েছে তার পরিবার।
মিম কঠিন রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতের সিএমসিতে চিকিৎসাধীন রয়েছে।
অসুস্থ মিমকে বাঁচাতে চিকিৎসায় অনেক অর্থের প্রয়োজন।
ইতিমধ্যে অনেক অর্থ খরচ করেছেন তার বাবা নুরুজ্জামান মিলন।
অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে মিমের।। তাই বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেছেন মিমের বাবা।
মিমের চাচা কামরুজ্জামান বলেন, আমরা সাধ্যমত চেষ্টা করে চিকিৎসা চালিয়েছি। এখন অর্থ সঙ্কটে মিমের চিকিৎসা ব্যাহত হচ্ছে। তাই বিত্তবান ও আগ্রহীদের সহযোগিতা কামনা করছি।
সাহায্যের জন্য ( 01711227317) পার্সোনাল, বিকাশ, রকেট, (মিমের চাচা কামরুজ্জামান)।