৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:১৮
মুন্সিগঞ্জের মাদক কারবারের নিয়ন্ত্রণ কতজনের হাতে?
খবরটি শেয়ার করুন:

শিহাব অাহমেদঃ সারাদেশে মাদক কারবারিদের বিরুদ্ধে অব্যাহত অভিযান চললেও মুন্সিগঞ্জে এখন পর্যন্ত মাদকের সাথে জড়িত শীর্ষ কোন গডফাদার কে ধরতে পারেনি প্রশাসন।

এখন পর্যন্ত যে কয়েকজনকে গ্রেফতার করে মিডিয়ার সামনে অানা হয়েছে তারা সবাই মাদকের খুচরা বিক্রেতা। বেশিরভাগ ক্ষেত্রে এদের কারও বিরুদ্ধে পূর্বে মাদক কারবারির কোন অভিযোগ নেই।

মাদকবিরোধী অভিযানের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কথিত বন্দুকযুদ্ধে ১৯ মে রাত থেকে এ কয়দিনে অন্তত ৬৫ জনের মৃত্যু হল দেশের বিভিন্ন জেলায়।

কিন্তু এখন পর্যন্ত মুন্সিগঞ্জে মাদক কারবারির সাথে জড়িত শীর্ষ কোন গডফাদারের বিরুদ্ধে দৃশ্যমান কোন ব্যবস্থা নিতে পারেনি মুন্সিগঞ্জ পুলিশ।

কিন্তু পুলিশ গ্রেফতার না করতে পারলেও থেমে যায়নি মাদক কারবারি।

তবে সেই মাদককারবারি নিয়ন্ত্রক গডফাদারদের সংখ্যা ঠিক কতজন? অথবা পুরো জেলায় ছড়িয়ে যাওয়া মাদক নেটওয়ার্কের নিয়ন্ত্রক কারা? কোন পথ ব্যবহার করে মুন্সিগঞ্জে মাদক ঢুকছে? সেই পথে পুলিশের অবস্থান কি! এ নিয়ে রয়েছে জনমনে বিভিন্ন প্রশ্ন।

অপরাধীদের বিষয়ে ছাড় না দেওয়ার যে চলমান রীতি মুন্সিগঞ্জের পুলিশ সুপার গ্রহণ করেছেন এবং বাস্তবেও প্রতিফলন ঘটিয়েছেন তাতে প্রতিয়মান হয় যে মাদকের গডফাদার বা নিয়ন্ত্রকদের সঠিক তথ্য জেলা পুলিশের কাছে নেই!

থাকলেও কেন ব্যবস্থা নিতে পারছে না পুলিশ? ব্যর্থতা কোথায়? জেলা গোয়েন্দা পুলিশরা কি করছেন?-এসব প্রশ্ন এখন ওপেন সিক্রেট!

মুন্সিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আজিজুল হক জানান, মাদক বিক্রেতাদের ব্যাপারে কেন্দ্র থেকে তাঁরা তথ্য পান। জেলার মাদক কারবারিদের ব্যাপারে তাদের কাছে কোন তথ্য নেই! বাস্তবে, মাঝেমধ্যে গাজা সহ ২-১ জনকে অাটক ও দেয়াল লিখন ছাড়া তাদের কোন কার্যক্রমও নেই!

তাহলে মুন্সিগঞ্জকে মাদকমুক্ত করতে ব্যানার-পোষ্টার, সভা-সেমিনারের বাইরে কিছুই করতে পারছে না প্রশাসন! না কি মুন্সিগঞ্জে কোন মাদক কারবারি বা মাদক জগতের নিয়ন্ত্রকই নেই?

error: দুঃখিত!