মুন্সিগঞ্জ, ৫ জুলাই, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড মাঠপাড়া ‘রেডজোন’ এলাকায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের নিজস্ব অর্থায়নে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে শহরের মাঠপাড়া লকডাউন ঘোষিত এলাকায় ২০০ পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এমপি মৃণাল কান্তি দাসের পক্ষে উপহার সামগ্রী চাল, ডাল, তেল সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আল মাহমুদ বাবু।
এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন আবির, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন, সাবেক কাউন্সিলর তারিক কাশেম খান মুকুল, জেলা ছাত্রলীগ নেতা হাসিব মো. রাফিউ, সিয়াম আহম্মেদ, রিফাত তালুকদার, জনি মাঠপাড়া পঞ্চায়েত কমিটির পক্ষে মো. ভুট্টু, মো. মিল্টন সহ অন্যান্য নেতৃবৃন্দ।