মুন্সিগঞ্জ, ১৪ অক্টোবর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পৌরসভার বেরিবাঁধ এলাকা থেকে এক অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের হাটলক্ষিগঞ্জ বেড়িবাঁধে ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় ৯ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মরদেহের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।
স্থানীয়রা জানায়, বিকালে ধলেশ্বরী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
ধারণা করা যাচ্ছে, কয়েকদিন ধরে নদীতে ভাসছিল মরদেহটি।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন খান জানান, স্থানীয়রা নদীতে অজ্ঞাত ছেলে শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।