২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | ভোর ৫:০০
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে লবণ কেনার হিড়িক, গুজব রোধে প্রশাসনের মাইকিং
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ১৯ নভেম্বর, ২০১৯, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

প্রতি কেজি লবণ মূল্য ২০০ টাকা হবে এমন গুজবে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় হঠাৎ করেই লবণ কেনার হিড়িক পড়েছে। ক্রেতারা বলছেন, তারা শুনেছেন লবণের মূল্য বেড়ে যাবে।এ আশঙ্কায় তারা বাড়তি লবণ কিনে রাখছেন।

তবে, প্রশাসনের দাবি লবণে মূল্য বৃদ্ধি পাবে এটি সর্ম্পূণ গুজব। গুজব প্রতিরোধে এলাকায় এলাকায় মাইকিং ও স্থানীয় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে উপজেলা প্রশাসন ।

মঙ্গলবার দুপুর থেকে উপজেলার দিঘীরপাড়, কামারখাড়া, হাসাইল, টংগিবাড়ী বাজারসহ প্রায় সবকয়টি বাজারে এই গুজব ছড়িয়ে পড়ে। এতে ক্রেতারা ভিড় করছে বাজারের মুদি দোকানগুলোতে। এই সুযোগে কিছু অসাধু বিক্রেতা বেশি দামে লবণ বিক্রি করেছে ।

দিঘীরপাড় বাজারের মুদি দোকানি ইকবাল দেওয়ান বলেন, একটি গুজবের উপরে ভর করে জনগণ হঠাৎ করে এভাবে লবণ ক্রয় শুরু করেছে। আমরা পূর্বের দামেই লবণ বিক্রি করছি। এ মূহুর্তে দাম বাড়ার কোন সম্ভাবনাও নেই।

মুদি দোকানদার রাজন বলেন, দুপুর থেকেই আমাদের দোকানে লবণ ক্রয়ের জন্য সাধারণ মানুষ ভিড় করে। বিকাল ৩টার মধ্যে আমাদের দোকানের সমস্ত লবণ বিক্রি হয়ে গেছে।

লবণ ক্রেতা দুলাল জানান , ঢাকা থেকে আমার এক আত্মীয় ফোন করে জানিয়েছেন লবণের কেজি ২শ টাকা হবে। তাই লবণ ক্রয় করার জন্য এসেছি।

টংগিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হাসিনা আক্তার জানান, এটি সম্পূর্ণ গুজব। এ মূহুর্তে লবণের দাম বৃদ্ধির কোন সম্ভাবনাও নেই। গুজব প্রতিরোধে প্রতিটি এলাকায় মাইকিং ও বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যদি কোন ডিলার বা ব্যবসায়ী বাজার দামের চেয়ে বেশি দামে লবণ বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: দুঃখিত!