২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৪:১৯
মুন্সিগঞ্জের জাহিদ নিরবের নেতৃত্বে ইউনেসকোতে সঙ্গীত পরিবেশনে বাংলাদেশের শিল্পীরা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশকে তুলে ধরার জন্য ইউনেসকোর (জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা) সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন একঝাঁক বাংলাদেশি তারকা।

এ সময়ের জনপ্রিয় তরুণ সুরকার, সংগীত পরিচালক ও গায়ক জাহিদ নিরবের নেতৃত্বে গতকাল সন্ধ্যায় ইউনেসকোর সদর দপ্তরে অনুষ্ঠান পারফর্ম করেন বাংলাদেশি শিল্পীরা।

এই পারফরমেন্সের সংগীত পরিচালক হিসেবে ছিলেন জাহিদ নিরব।

পালা, ফোক, লালন থেকে র‍্যাপ ঘরানার গানে অন্য রকম এক আবহ তৈরি করেন বাংলাদেশি শিল্পীরা। অনুষ্ঠানে বাঁশি বাজিয়েছেন জালাল, পারকেশনে মিঠুন চক্র, গিটার ও পিয়ানো, ভোকাল জাহিদ নিরব। গান গেয়েছেন টুনটুন বাউল ও পারশা মাহজাবীন পূর্ণী গেয়েছেন লালনগীতি ‘জাত গেল জাত গেল বলে’।

নাগ্রি, গারো, চাকমা ও বাংলা চার ভাষায় একটি গান গেয়েছেন এফ মাইনর ব্যান্ডের পিংকি এবং পারসা।

জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে তুমুল জনপ্রিয়তা পায় র‌্যাপ গান ‘কথা ক’। এই গানটি গেয়েছেন সেজান। এর কম্পোজার সেজান নিজেই। এর সঙ্গে ফিউশন করেছেন ইসলাম উদ্দিন পালাকারের পালাগান। অনুষ্ঠানের শুরু হয় ইসলাম উদ্দিন পালাকারের বন্দনামূলক গান দিয়ে।

এ ছাড়া গতকাল ইউনেসকোর সদর দপ্তরে ইন্টারলিউড অনুষ্ঠানে মিউজিক্যাল লাইভে বাজিয়েছেন জাহিদ নিরব, জালাল ও মিঠুন চক্র।

এ সম্পর্কে জাহিদ নিরব বলেন, সত্যি কথা বলতে এটা সত্যিই গর্বের! এই পারফরমেন্সের সংগীত পরিচালক হিসেবে চেষ্টা করেছি আমাদের সংগীতের শিকড়কে ছুঁয়ে যেতে- পালা, ফোক, লালন থেকে র‍্যাপ পর্যন্ত। সব কটা সুর সাজিয়েছি মনপ্রাণ ঢেলে। সবচেয়ে বড় ব্যাপার জালাল ভাই আর মিঠুন দার মতো দুজন লিজেন্ডের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। সত্যি বলতে, এরা থাকায় সংগীতটা অন্য মাত্রা পেয়েছে। আর টিমে আছেন শ্রদ্ধেয় টুনটুন বাউল, ইসলামউদ্দিন পালাকার, পারশা, শেজান আর এফ মাইনর ব্যান্ডের পিংকি। সবাই মিলে দারুণ একটা অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ এ আয়োজনের জন্য। বাংলাদেশের সুরকে বিশ্বমঞ্চে তুলে ধরাটা সত্যিই আবেগের।

error: দুঃখিত!