মুন্সিগঞ্জ, ৬ সেপ্টেম্বর, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে করোনাভাইরাসে সর্বশেষ আক্রান্ত রোগীর সংখ্যা ৩২৮২ জন। আজ নতুন জানা গেছে আরও ৫জন আক্রান্ত হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ২ জন, শ্রীনগর উপজেলার ৪ জন ও গজারিয়া উপজেলার ২ জন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ রোববার (৫ সেপ্টেম্বর) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২০ইং
উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
মুন্সিগঞ্জ সদর | ১৪৬৬ | ৩৩ | ১২১২ |
গজারিয়া | ৩৪২ | ৩ | ৩০৭ |
টংগিবাড়ী | ২৭৪ | ৯ | ২৩২ |
লৌহজং | ৩৮৩ | ৮ | ৩৬৬ |
সিরাজদিখান | ৫২৮ | ৯ | ৪৪১ |
শ্রীনগর | ২৮৪ | ৪ | ২৪৫ |
সর্বমোট- ৩২৮২ | সর্বমোট- ৬৬ | সর্বমোট- ২৮২৫ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (৬ সেপ্টেম্বর) ১৫৪০৬ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১৫০৩৫ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৩২৮২, মৃত ৬৬, সুস্থ ২৮২৫ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৩৭১ জনের।