মুন্সিগঞ্জ, ৫ ডিসেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
দীর্ঘদিনের দাবি কিছুটা হলেও পূরণ হলো। আজ থেকে মুন্সিগঞ্জেই হবে করোনাভাইরাস পরীক্ষা।
শনিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এই টেস্ট শুরু করা হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনা দ্রুত শনাক্ত হলে আক্রান্ত ব্যক্তিকে সাধারণ মানুষের সংস্পর্শ থেকে আলাদা রাখা যাবে। এতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা কমে আসবে। তবে এ পরীক্ষা সীমিত আকারে হবে। প্রাথমিক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পরীক্ষা হচ্ছে না। উপজেলা পর্যায়ের করোনার নমুনা আগের মতই ঢাকার পাঠানো হবে।
জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, জেলা সদরের হাসপাতালে সীমিত আকারে পরীক্ষার জন্য ৫০০ কিট পাওয়া গেছে। হাসপাতালের এ কাজে নিয়োজিতরা প্রশিক্ষণ নিয়েছেন।
শুধু জেনারেল হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষা হবে। তবে এ পরীক্ষা হবে সীমিত আকারে। যাদের বেশি উপসর্গ তাদের জন্য। পাশাপাশি নিপসমে পাঠানো হচ্ছে সোয়াব। এর আগে ৫০টি অ্যান্টিজেন কিটের মাধ্যমে ট্রায়াল করা হয়েছিল বলে জানান তিনি।
সিভিল সার্জন আরো বলেন, নভেম্বর থেকেই পরীক্ষামূলকভাবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে পাঠানো কিট দিয়ে অ্যান্টিজেন পরীক্ষা করা হতো। হাসপাতালের যারা র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করবে তারা প্রশিক্ষণও নিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অ্যান্টিজেনের মাধ্যমে করোনা পরীক্ষার ক্ষেত্রে সাত দিন ধরে করোনার উপসর্গ (জ্বর, সর্দি, কাশি) থাকা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের প্যাথোলজি বিভাগের টেকনোলজিস্ট শহিদুল ইসলাম বলেন, আমরা র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে করোনার পরীক্ষা শুরু করেছি। এভাবে করোনা পরীক্ষায় আমরা সাড়া পাবো। কারণ একজন ব্যক্তি যখন জানবে সোয়াব দেওয়ার অল্প সময় পরই রিপোর্ট সম্পর্কে জানতে পারবে তখন অন্যদের মাঝেও পরীক্ষা করানোর আগ্রহ বাড়বে।