মুন্সিগঞ্জ, ৬ অক্টোবর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় মুন্সিগঞ্জে ৩ দোকানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মুন্সিগঞ্জ সদরের কাটাখালি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩ দোকানকে সর্বমোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা সহকারি পরিচালক আসিফ আল আজাদ এই বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন।
বাজার অভিযানে সহযোগিতা করেন, আনসার ব্যাটালিয়ন মুন্সিগঞ্জ এর একটি টিম ও মুন্সিগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর।