২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৮:২০
মুজিব বর্ষ উপলক্ষে মানিকপুরে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ ফেব্রুয়ারি, ২০২০, শহর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জ শহরের মানিকপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে মানিকপুর বড় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল।

পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান দর্পণের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান, পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ হোসেন আবির, বাংলাদেশ ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক আপন দাস, জাতীয় শ্রমিক লীগ, শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি আই এইচ শান্তনুর, মাকসুদ হোসেন, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শিহাব আহমেদ, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক হাসিব মোহাম্মদ রাফিউ, শহর ছাত্রলীগের সহ সভাপতি মোঃ জামাল হোসেন বিপু প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজন করেন মুন্সিগঞ্জ শহর ছাত্রলীগ নেতা নুরজামান বাধন।

error: দুঃখিত!