১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ১১:৪৩
‘মুজিববর্ষের মধ্যে দেশের সকল গৃহহীনদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করছে সরকার’- শ্রীনগরে ডিসি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ অক্টোবর, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার বলেছেন, ‘এই করোনাকালীন সময়ে বিশ্বের অন্যান্য দেশের অর্থনৈতিক সূচক যেখানে নিম্নমুখী সেখানে বাংলাদেশ সরকার সফল। দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা করেছেন মুজিববর্ষের মধ্যে দেশের সকল গৃহহীনদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করবেন। সরকারের এই সকল উন্নয়ন তুলে ধরতে হবে।’

মঙ্গলবার দিনব্যাপী শ্রীনগর উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের সময় কুকুটিয়া ইউনিয়ন পরিষদে স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে যাদের জমি আছে ঘর নাই তাদেরকে ঘর দেওয়া হবে। আর যাদের জমি ও ঘর কোনটাই নাই তাদের জন্য বহুতল ভবনে আশ্রয়ের ব্যবস্থা করা হবে।

এই কাজে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় অর্থ দিচ্ছে। এই কাজকে সফল করতে হলে সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

মনিরুজ্জামান তালুকদার বলেন, স্থানীয় অনেক প্রভাবশালী খাস জায়গা দখল করে আছে। তাদেরকে উচ্ছেদ করে সরকারী ঘোষনা অনুসারে আশ্রয়হীনদের সেখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। দেশকে ভিক্ষুকমুক্ত করতেও সরকার কাজ করে যাচ্ছে।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার মঙ্গলবার সকালে নিয়মিত কাজের অংশ হিসাবে শ্রীনগর থানা পরিদর্শন করেন। এরপর তিনি কুকুটিয়া ইউনিয়নের সুরুদিয়া গ্রামে গিয়ে সরকারী ঘর পাওয়া দুইজন নারীর সাথে কথা বলেন। দুুপুর ১টার দিকে সুরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত নতুন শহীদ মিনার উদ্বোধন করেন। পরে কুকুটিয়া ইউনিয়ন পরিষদে ১জন ভিক্ষুককে পূনর্বাসনের অংশ হিসাবে সেলাই মেশিন বিতরণ করেন। এসময় তিনি শারীরীক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন।

কুকটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন বাবুর ব্যক্তিগত অর্থে আর্সেনিক মুক্ত টিউবয়েল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন তিনি।

দুপুর আড়াইটার দিকে সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের বনবিথীতে জেলা প্রশাসক পিছিয়ে পরা জনগোষ্টি বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করেন।

এসময় তিনি বিকল্প কর্মসংস্থানের আওতায় শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমানের অর্থায়নে একজন ভিক্ষুককে একটি গাভী প্রদান করেন।

এছাড়া সমাজসেবার অফিস আরেকজন ভিক্ষুককে পেশা পরিবর্তন করে সবজি বিক্রি করায় তাকে অর্থিকভাবে সহায়তা করা হয়। এসময় শারীরীক প্রতিবন্ধী বেশ কয়েকজনকে হুইল চেয়ার প্রদান করা হয়।
মনিরুজ্জামান তালুকদার বিকাল ৪টার দিকে শ্রীনগর কেন্দ্রীয় শহীদ মিনারের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন। অনুষ্ঠানে জাতির জনক শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যানমসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার রহিমা আক্তার, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ, সমাজসেবা অফিসার মাহফুজা পারভীন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ- সহকারী প্রকৌশলী আবু-রেজওয়ান প্রমুখ।

বিকালে জেলা প্রশাসক ভাগ্যকূল সরকারী শিশুপরিবারের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণের মধ্য দিয়ে শ্রীনগরে দিনের কর্মসূচী শেষ করেন।

error: দুঃখিত!