১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৯:৪১
মুক্তারপুর সেতু থেকে যুবকের মোটরসাইকেল চুরি, দুইদিনেও চোর সনাক্ত করতে পারেনি পুলিশ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ নভেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতুতে বাইক রেখে নিচে ফুচকা খেতে নেমে মোটরসাইকেল খুইয়েছেন এক যুবক। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। তবে, পুলিশ এখনো অভিযুক্তকে সনাক্ত করতে পারেনি।

অভিযোগ সূত্রে জানা যায়, গেল রোববার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে মুক্তারপুর সেতুর উপর মোটরসাইকেল (ঢাকা মেট্টো ল- ৫২-৩৩১৮) রেখে সিড়ি দিয়ে নিচে ফুচকা খেতে যান সদরের বিনোদপুর এলাকার ইবনে জাহিদ নামের যুবক। এর ৪০ মিনিট পর উপরে ফিরে এসে দেখেন বাইকটি রেখে যাওয়া স্থানে নেই।

পরে সেতুর টোল প্লাজার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ওই যুবক দেখতে পান, দুপুর দেড়টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি তার মোটরসাইকেলটি চালিয়ে টোল প্লাজা পার হয়ে নারায়ণগঞ্জের দিকে চলে গেছেন। এ ঘটনায় ঐদিন বিকালে সদর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। কিন্তু স্পষ্ট ছবি থাকার পরও দুইদিনেও চোরকে সনাক্ত করতে পারেনি পুলিশ।

সদর থানার সাব ইন্সপেক্টর মাসুম বিল্লাহ বলেন, থানায় অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ চোরকে সনাক্তে কাজ করছে।

error: দুঃখিত!