৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৭:৪০
মুক্তারপুর ব্রিজে প্রাইভেট কারে রহস্যজনক আগুন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ নভেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজে একটি চলন্ত প্রাইভেট কারে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

রোববার (৮ নভেম্বর) বিকাল ৩ টা’র দিকে ধলেশ্বরী নদীর উপর নির্মিত ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতু (মুক্তারপুর সেতু)’র নারায়ণগঞ্জ প্রান্তের অংশে এ ঘটনা ঘটে।

আগুনে পুরে যাওয়া প্রাইভেট কারটির নাম্বার- (ঢাকা মেট্রো ক-১১-৩২৭২)।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবু বকর জামান জানান, গাড়িতে ঠিক কতজন ছিলো বা কেউ আহত হয়েছে কি না সেটা তৎক্ষনাৎ নিশ্চিত হওয়া যায়নি। প্রাইভেটকারটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ আসছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।  

তিনি জানান, বিকেল সোয়া ৩টার দিকে গাড়ির চালক পরিচয়ে আলমগীর হোসেন নামের একজন মোবাইলে ফায়ার সার্ভিসকে খবর দেন।

এরপর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, গাড়ির ব্যাটারির বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। গাড়ির চালক বিকট শব্দ ও ধোঁয়ার গন্ধ পেয়ে তাৎক্ষণিক নেমে যান। এরপর জ্বলতে থাকে গাড়িটি।

আগুন লাগার পরে বেশ কিছুক্ষণ যান চলাচলে বিঘন্ ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

error: দুঃখিত!